Pakistan cricketer Babar Azam surpassed Virat Kohli in terms of T20 runs.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলিকে টি২০ রানের নিরিখে টপকে গেলেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ইনিংসের সৌজন্যে বাবর টপকে যান আন্তর্জাতিক টি২০তে বিরাটের ২১৮৮ রানের রেকর্ডকে। এখন বাবর আজমের দখলে রয়েছে ৪১৯২ রান। অর্থাৎ চার রানে তিনি এগিয়ে রয়েছেন। এদিকে এখনও টি২০তে সবার শীর্ষেই রানের নিরিখে রয়েছেন হিটম্যান। তবে তিনি সম্ভবত খুব বেশিদিন সেখানে থাকতে পারবেন না। কারণ তাঁর রান সংখ্যা ৪২৩১। অর্থাৎ বাবরের নাগালের ভিতরেই। আর টি২০ ফরম্যাট থেকে বিশ্বকাপ জয়ের পরই অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাই শেষ কয়েক মাসে প্রবল সমালোচনার মুখে পড়া বাবর কিছুটা স্বস্তি পেলেন।