A Bengali secretary can get CPIM for the first time by holding the hand of CPIM state secretary Mohammad Selim.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সিপিআইএমে প্রথম বাঙালি সম্পাদক আসতে পারে। এতকালের ইতিহাসে মুলত কেরল লবি থেকেই সিপিআইএমের সম্পাদক বাছাই করা হয় বলে একটি জল্পনা রয়েছে। বাংলার নেতারা নাকি কেন্দ্রীয় কমিটির সম্পাদকের পদে জায়গা পাননা। বর্তমানে কেরলে বামেরা থাকলেও বাংলায় তাঁরা লোকসভা বিধানসভা, উভয় ক্ষেত্রেই শূন্য। এই পরিস্থিতিতেও অবশ্য চিত্রটা বদলাতে পারে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হাত ধরেই প্রথমবার সিপিআইএম পেতে পারে বাঙালি সম্পাদক। ইতিমধ্যেই সেলিমের কাছে প্রস্তাব এসেছে, তাঁকে ভাবার সময়ও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর থেকেই এই পদ ফাঁকা রয়েছেন। সাময়িকভাবে সেই পদের দায়িত্ব সামলাচ্ছেন প্রকাশ কারাট। দ্রুত তাই সেই পদে পূর্ণাঙ্গ সময়ের জন্য কাউকে আনতে চাইছে সিপিআইএম।