CPIM advertised to build ‘IPAC’ like ‘PK’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২০১১ সালে রাজপাট গিয়েছে। তারপর থেকে ক্রমেই শূন্যের দিকে এগিয়েছে সিপিএম। ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে তা পুরোপুরি শূন্য হয়ে গিয়েছে। যা আজ পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ২০২১ সালের বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সমবায় নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন—শূন্যতা কাটিয়ে ওঠা যায়নি। বরং কোনওরকমে লোকসভা নির্বাচনে বাংলার মাত্র দু’টি আসনে জামানত রক্ষা করতে পেরেছে সিপিএম। তখন থেকেই দলের অন্দরে আওয়াজ উঠছে, শূন্যতা কাটাতে পিকে চাই। অর্থাৎ পরিস্থিতি এমন যে এবার ভোটকুশলীর উপর নির্ভর হতে হচ্ছে এই শূন্যতা কাটাতে।
আজ, শুক্রবার ভোটকুশলী বিজ্ঞাপনই দিয়ে ফেলল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তারা রাজনৈতিক বিশ্লেষক, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার এবং অভিজ্ঞ লেখকের মতো একাধিক পেশাদার কর্মী নিয়োগ করবে। সিপিএম আনুষ্ঠানিকভাবে প্রশান্ত কিশোর বা পিকে-র মতো কোনো বিশেষ ব্যক্তিকে নিয়োগের কথা বলেনি। সেলিমের ভাষায়, ‘‘এতদিন মানুষ সিপিএমকে ডিজিটাল দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে, এবার সিপিএমকে প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন।’’
আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। আসলে ‘শূন্যের গেরো’ কাটাতে সবরকম চেষ্টা তারা শুরু করে দিল।