Councilor Mithali Banerjee’s son hit an old woman with a car
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় এর ছেলে শুদ্ধসত্ব বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে এক গাড়ি দুর্ঘটনা ঘটান। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু যা হওয়ার তাই হয়, কিছুক্ষই পরই তাঁকে থানা থেকেই জামিনে মুক্ত করে নিয়ে যাওয়া হয়। দুই ছেলে গাড়ি নিয়ে বেরলেও বিবেকানন্দ পার্কের কাছে এসে এক প্রৌঢ়াকে সজোরে ধাক্কা মারে সেই গাড়ি। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় আহত প্রৌঢ়াকে। মিতালি বন্দ্যোপাধ্যায়ের পুত্ররাই নিয়ে গিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। আক্রান্ত দঃ কলকাতার হালতুর বাসিন্দা। কনিষ্ঠ পুত্রকে এরপর গ্রেফতার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।