Councilor Biswajit Prasad thrashed two accused for molesting two girls in Laketown.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমুলের বিড়ম্বনা বাড়িয়েই চলেছেন দলের নেতা কর্মিরা। এবার পুলিশের কাজ নিজেরাই করতে গিয়ে বিতর্কে জড়ালেন কাউন্সিলর।তিনি নিজেই গেস্ট হাউসে ঢুকে দুই যুবককে বেজায় পেটালের, প্রশ্ন করা হলে তিনি জানান নাকি পুলিশের থেকেই টাওয়ার লোকেশন ট্র্যাক করে তিনি দলবল নিয়ে এসেছেন হোটেলে। আর মারের পর তাঁর সাফাই, দুটি ছেলে তাঁদের এলাকার এক মেয়ে এবং ছেলেকে মেরেছিল। তখন অভিযুক্তদের দেখা করতে বললেও তাঁরা কাউন্সিলরের সঙ্গে দেখা করেননি। তাই কাউন্সিলর বিশ্বজিত প্রসাদ দলবল নিয়ে এসে এলাকার এক গেস্ট হাউসে ঢুকে দুই অভিযুক্তকে বেধরক পেটান। দলবল নিয়ে পেটানোর পরে কাউন্সিলর বলেন, ওই দুই ছেলেকে বাঁচানোর জন্যই তিনি চর মেরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এরপর আক্রান্তদেরই পুলিশ হেফাজতে নেয়।