Why shoot Sushant? Afroz said
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:বিহার থেকে যুবরাজ সিংহকেই ভাড়া করে নিয়ে এসেছিলেন কসবার বাসিন্দা আফরোজ। তিনিই তৃণমুলের কলকাতা পুরসভার কাউন্সিলরের ওপর গুলি চালনার বরাত দিয়েছিলেন যুবরাজকে, কিন্তু আসল সময় বন্দুক কাজ না করতেই ধরে পড়েন যুবরাজ। শুক্রবার ঘটেছিল ঘটনাটি। শনিবার বাংলা থেকে এই গুলিকাণ্ডের মাস্টারমাইন্ড কসবার বাসিন্দা আফরোজ ওরফে গুলজারকে গ্রেফতার করে পুলিশ। গলসি থানার পুলিশ তাঁকে বিহারে যাওয়ার পথে আটকে দেয়। এরপর গ্রেফতার করা হয় তাঁকে। তখনই আফরোজকে জানান, সুশান্ত ঘোষ গুন্ডা। তাঁর জমি নিয়ে নেওয়ার নেষ্টা করেছেন। সেই জন্য তিনি গুলি চালানো করিয়েছেন।