The color of the sea is changing from blue to green! So what is the search for life? Scientists are worried
মুনমুন রায় প্রতিনিধি:সমুদ্রের জলের রং বদলে যাচ্ছে ক্রমশ। সমুদ্রের রং সাধারণত নীল হয়। সেই নীল রং বদলে গিয়ে সমুদ্র হয়ে উঠছে সবুজ থেকে গাঢ় সবুজ। সমুদ্রের জলের এই রং বদলের পিছনে কোন ‘মহাপ্রলয়ে’র ইঙ্গিত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ব্রিটেনের ন্যাশনাল ওসিয়ানোগ্রাফি সেন্টারের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে ৫৬ শতাংশ জলের রং নীল থেকে বদলে সবুজ হয়ে গেছে। আর তা হয়েছে বিশ্ব উষ্ণায়নের হাত ধরে। বিশ্ব উষ্ণায়ন গত ২০ বছরে যে ভাবে মানুষের ভুলেই ক্রমশ মাথা চাড়া দিতে থেকেছে, তারই ফল ভুগছে এই জলভাগ। আগামী দিনে বাকি জলের রংও বদলে যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
এই যে জলের রং বদল তা ধরা পড়েছে উপগ্রহ চিত্র পর্যালোচনা করে। এর সুদূর প্রসারি প্রভাব পড়বে জল ও স্থলভাগের প্রাণীকুলের উপর। তাঁদের মতে, সমুদ্রের জলের রং বলে দেয় সেই সমুদ্রের জলের বাস্তুতন্ত্র। জলের রং বদল হচ্ছে মানে সেই জলের বাস্তুতন্ত্রে পরিবর্তন হচ্ছে।
সহজ কথায় জলের চরিত্র বদলে যাচ্ছে। যা কিন্তু একেবারেই ভাল ইঙ্গিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, যে পরিমাণ জলের রং ইতিমধ্যেই বদলে গেছে সেই পরিমাণ স্থলভাগ পৃথিবীর নেই। মানুষের তৈরী বিশ্ব উষ্ণায়নের জেরে স্থলভাগের চেয়েও বেশি জলভাগের জলের রং বদলে গেছে