Coach Molina is relying on defenders
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মোহনবাগান দল বুধবারই খেলতে নামছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচে এফসি রাভশানের বিপক্ষে। তাঁর আগে দলের রক্ষণভাগ নিয়ে মোটেই বিচলিত নন বাগানের স্প্যানিশ কোচ হোসে মোলিনা। গত দুই ম্যাচে অর্থাৎ ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে এবং আইএসএলের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিপক্ষে দু গোলে এগিয়ে থেকেও হারতে হয়েছিল সবুজ মেরুনকে, অর্থাৎ বাগানের রক্ষণ নিয়ে উঠেছিল বিস্তর প্রশ্ন। যদিও মোলিনা বলছেন, ‘আমাদের দলের ডিফেন্স ভালো খেলেছে, সেটা একটা বিষয় থেকেই বোঝা যাচ্ছে যে আমরা প্রতিপক্ষ দলকে বেশি সুযোগ দিই নি। কয়েকটা সুযোগ থেকে গোল করেছে। আমি ছেলেদের খেলায় অখুশি নই, তবে হ্যা ওদের আরও উন্নতি করতে হবে’।