Manolo Marquez is going to be the next coach of the Indian football team.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবল দলের আগামী কোচ হতে চলেছেন ম্যানোলো মার্কুয়েজ। আরেক স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের কথা এতদিন ঘোরাফেরা করলেও শেষ পর্যন্ত এফসির গোয়ার কোচ ম্যানোলো মার্কুয়েজের ওপরই শিলমোহর পড়তে চলেছে। হায়দরাবাদ এফসিতে সুনামের সঙ্গে কোচিং করানোর পাশাপাশি ভারতীয় ফুটবলারদের সঙ্গে তাঁর বোঝাপড়া খুবই ভালো। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল। এখনও অবশ্য এআইএফএফের তরফে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করা হয়নি, কিন্তু এক দু দিনের মধ্যেই তাঁকে কোচের পদে বসানোর কথা সরকারিভাবে জানাতে চলেছে ফেডারেশন। এমনিতে আগামী বছরের মে মাস পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে চুক্তি রয়েছে ম্যানোলোর, তবে ভারতীয় দলের কোচের পদে আবেদন জানানোর আগে গোয়ার কর্তাদের অনুমতি নিয়েছিলেন মারকুয়েজ, তাই তাঁকে বাছা হলে এফসি গোয়া বাধা দেবে না।