Spanish coach Habas will be seen in charge of I-League club Inter Kashi.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতেই থাকছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। মোহনবাগান দলকে গতবার আইএসএল চ্যাম্পিয়ন করার পরেও তাঁকে দলে রাখেনি ম্যানেজমেন্ট। অসুস্থতার কারণ গতবার আইএসএলে বেশ কয়েকটি ম্যাচে মাঠে থাকতে পারেননি তিনি। যদিও তাতে বাগানের লিগ শিল্ড জয় আটকায়নি। কিন্তু এএফসি প্রতিযোগিতায় খেলার জন্য এবছর আরও হাইপ্রোফাইল কোচ হোসে মোলিনাকে নিয়ে এসেছে বাগান। তাই ঠাই হয়নি হাবাসের। এবার তাই আইএসএলের ক্লাবের প্রস্তাব না পেয়ে আইলিগে যেতে চলেছেন তিনি। স্পেনের এই কোচকে এবার দেখা যাবে আইলিগের ক্লাব ইন্টার কাশীর দায়িত্বে। একাধিক আইএসএলজয়ী কোচ এবার নামবেন আইলিগ জয়ের লক্ষ্যকে সামনে রেখে।