New Chief Minister of Odisha Mohan Charan Majhi
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নতুন মুখ্যমন্ত্রী পেয়ে গেল ওড়িশা। এবারে বিজেপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ওড়িশায় সরকার গড়তে চলেছে, এরই মধ্যে এই পদের জন্য দৌড়ে ছিলেন একাধিক হেভিওয়েট। যেমন ধর্মেন্দ্র প্রধান, সম্বিত পাত্ররা। কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রীত্ব দেওয়া হয় কেন্দ্রীয় সরকার। এবার ওড়িশায় মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল আদিবাসি শ্রেণীর মোহন চরণ মাঝিকে। ওড়িশার তৃতীয় আদিবাসি শ্রেণীর মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। ম্যারাথন বৈঠকের পর রাজনাথ সিংরা বেছে নেন মোহন চরণ মাঝিকে। ২৪ বছর পর ফের ট্রাইবাল মুখ্যমন্ত্রী পেল ওড়িশা, এর আগে আদিবাসি গোষ্ঠি থেকে গিরিধর গামাং, এবে হেমানন্দ বিসওয়াল মুখ্যন্ত্রীত্ব করেছেন ওড়িশার। নবিন পট্টনায়ক যুগের ইতির পর এবার ওড়িশায় শুরু মোহন চরণ মাঝি যুগের। ১২ জুনের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নবিন পট্টনায়ককেও আমন্ত্রণ জানিয়েছে বিজেপি। ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় ৭৮টি আসন জিতেছে ভারতীয় জনতা পার্টি।