Chief Minister named two snow leopards of Darjeeling Zoo
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দার্জিলিং চিড়িয়াখানার দুই তুষার চিতার নাম রাখলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে তারা ডার্লিং আর চার্মিং নামে পরিচিত হল। পাশাপশি নামকরণ করা হল রেড পান্ডাদেরও। মুখ্যমন্ত্রী চারটি রেড পান্ডার নাম রাখলেন হিলি, পাহাড়িয়া, ভিকট্রি ও ড্রিম।সরকারি কর্মসূচিতে দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তাঁর। পাহাড়ে গেলেই সকালে হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী। সেই রুটিন মেনেই এদিন পাহাড়ি পথে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রিচমণ্ড হিল থেকে নেমে সরাসরি হিলকার্ট রোড ধরে যাওয়ার পথে দার্জিলিং চিড়িয়াখানার সামনে আসেন তিনি।সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দার্জিলিং পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের ডিরেক্টর বাসবরাজ। কয়েকদিন আগে তাঁদেরই ব্রিডিং সেন্টারে জন্ম নেওয়া দুটি তুষার চিতা ও রেড পান্ডার নামকরণ করার অনুরোধ জানান। তাঁর অনুরোধেই দুটি তুষার চিতা ও চারটি রেড পান্ডার নাম রাখেন মুখ্যমন্ত্রী।