“Don’t give a single vote to anyone else in Bengal” – Mamata Banerjee gave this message to everyone on the day of Eid.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের দিন সকালে কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা ভোট বলে রেড রোডে ঈদের নামাজের দিনও রাজনীতি করতে ছাড়লেন না। ওখান থেকেও বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি মানবেন না। মঞ্চ থেকে তাঁর ভোট-বার্তা হিসেবে বলেন, বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না।
বক্তব্যের শুরুতেই ঐক্য বজায় রাখার আহ্বান জানান মমতা। বলেন, সবাই একসাথে লড়লে কেও আলাদা করতে পড়বে না। সিএএ প্রসঙ্গ তুলে বিজেপির উদ্দেশে মমতা প্রশ্ন ছুঁড়ে দেন, আমরা নাগরিক না হলে কাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? কেন্দ্রীয় এজেন্সি, ভূপতিনগর নিয়ে বিজেপিকে তোপ দাগেন মমতা। ভূপতিনগরের ঘটনার আবহেই কেন্দ্রের শাসকদলকে কটাক্ষ করে বলেন, চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে।
বক্তব্যের শেষে বিজেপির নাম করেই এদিন মমতা বলেন, বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। দিল্লিতে ইন্ডিয়া জোট কী হবে, বুঝে নেব। “বাংলায় একটা ভোটও অন্য কাউকে দেবেন না।” বৃহস্পতিবার রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।