What did Sukant Majumder say about the chief minister’s warning about the cut money after participating in the yoga day in Malda?
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
কাট মানি নিয়ে মুখ্যমন্ত্রীর হুশিয়ার প্রসঙ্গে বক্তব্য সুকান্ত মজুমদারের।কাঠমানি কোন দিনও মন্ত্রী এবং যে পার্টি দল চালাচ্ছে তার যদি সহযোগিতা এবং উৎসাহ না থাকে তাহলে কোন আমলার সাহস হবে না তারা কাঠ মানি খাবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটে প্রধানমন্ত্রী এলে চিফ সেক্রেটারি রিসিভ করতে যায় না এরকম ঘটনা আমরা বাংলাতে দেখেছি, সেখানে বিশ্বাসযোগ্য কি মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ঘুষ খেওনা কাঠ মানি খেওনা। আর কোন অফিসার সাহস করে কাট মানি খাবে। কার ধরে দুটো মাথা আছে। এইসব কথা বলে মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের বিভিন্ন পৌরসভা নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর, এই প্রসঙ্গে বক্তব্য
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান পৌরসভা ছেড়ে দিন মন্ত্রীর দপ্তর ছেড়ে দিন এমন কোন জায়গা নেই যেখানে পয়সা ছাড়া কিছু হয়। ফেলো করি মাখো তেল তৃণমূল আমলে এই নীতি পষ্ট।
দুই বিধায়কের শপথ নেয়া নিয়ে জটিলতা এই প্রসঙ্গে বলেন
এটা রাজভবন এবং রাজ্য সরকারের বিষয়। রাজভবন থেকে ক্লিয়ার করবেন কেন কিসের জন্য এই সমস্যা। আমরা শুনছিলাম রাজভবনকে গোপনে রেখে চেষ্টা চলছিল শপথ গ্রহণের।
নিট বা নেট নেই সুকান্ত মজুমদারের বক্তব্য
রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে দুর্নীতি আপনারা বলছেন তার মধ্যে পার্থক্য আছে। রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি হয়েছে তা সরকারের বিরুদ্ধে। নেট বা নেট আমরা যেটা ক্যানসেল করলাম আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ অভিযোগ করেনি। আমাদের সরকারি বের করেছে ড্রাগ ওয়েবে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। আমাদের সরকার চাইলে চুপচাপ থাকতে পাড়তো। প্রশ্নপত্র বিক্রি হচ্ছে এই কথা জানতে পারার পর আমাদের সরকার পরীক্ষা ক্যানসেল করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।