Chandrababu Naidu became the Chief Minister of Andhra for the fourth time
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপির সাহায্য পেতেই ফের অন্ধ্র প্রদেশের কুর্সিতে বসলেন চন্দ্রবাবু নাইডু। কয়েক বছর আগেই হয়েছিলেন গ্রেফতার। এরপর হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, বিজেপির হাত ধরে টিডিপি। এবারের লোকসভা এবং বিধানসভা নির্বাচনেই কামব্যাক করেন চন্দ্রবাবু নাইডু এবং তাঁর দল। এবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন চন্দ্রবাবু। এর আগে তিনবার এই পদে বসেছেন তিনি। ১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকার পর ফের ২০১৪ সালে এই কুর্সিতে বসেন তিনি। কিন্তু ২০১৯ নির্বাচনে হেরে যায় তাঁর দল। এনডিএ ছাড়তেই বিপুল ক্ষতির মুখে পড়ে তাঁর ভোটব্যঙ্ক। ফের বিজেপির হাত ধরতেই দুরন্ত কামব্যাক করে তাঁর দল। অবশেষে চতুর্থবারের জন্য অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন তিনি। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাসহ হেভিওয়েটরা।