Mahalaya Day Civil march across the state against violence against women
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মহালয়া শুধুমাত্র দেবীপক্ষের সূচনা নয়, বরং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী নাগরিক মিছিলের সূচনাও বটে। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা, প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র। মূলত, নারীদের নিরাপত্তা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন ‘রাত দখল’ আন্দোলনের সদস্যরা এবং রাজ্যের ২৩টি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা।
বুধবার মহালয়াতেও জুনিয়র ডাক্তারদের একটি পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। কলেজ স্ক্যোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করার কথা তাঁদের। সেখানে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি শহর ও শহরতলির সাধারণ নাগরিকদের পা মেলাতে দেখা যাবে। যেমন দেখা গিয়েছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আগের কর্মসূচিগুলিতেও। মিছিল শেষে ধর্মতলায় একটি সভাও করার কথা রয়েছে তাঁদের।
কিন্তু তার পরের দিনগুলিতে কোন পথে এগোবে প্রতিবাদ কর্মসূচি? তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি অনিকেত মাহাতো বলেছিলেন, “২ অক্টোবর আমাদের মিছিল রয়েছে। এই পর্যন্ত কর্মসূচি স্থির রয়েছে। পুজোর দিনগুলিতে কী হবে বা কী হবে না, সে বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্টের তরফে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।”