The victim in the Chopra incident has filed a counter-case against Salim and Malvya
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চোপড়ায় মহিলার ওপর নির্যাতনকাণ্ডে এবার মামলা দায়ের হল সিপিআইএম নেতা মহম্মদ সেলিম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে, আর তাতেই রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন দুই দলের কর্মি সদস্যরা। সেই মহিলাকে রাস্তা ফেলে মারধরের ঘটনা প্রকাশ্যে এনেছিলেন মহম্মদ সেলিম, সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন অমিত মালব্য। এক্ষেত্রে বলে দেওয়া উচিত, অভিযুক্ত ছিলেন তৃণমূলের স্থানিয় এক নেতা যিনি মহিলাকে রাস্তা ফেলে মারছিলাম। সেই নেতা পরে গ্রেফতারও হন। কিন্তু নির্যাতিতা এবার পাল্টা মামলা করলেন সেলিম এবং মালব্যের বিরুদ্ধে, তাঁর দাবি তাঁর অনুমতি ছাড়া তাঁকে মারধরের ভিডিয়ো কেন নেটমাধ্যমে আনা হয়েছে, এক্ষেত্রে তথ্য প্রযুক্তি আইনলঙ্ঘন করা হয়েছে। যদি গোটা বিষয়তেই রাজনীতির গন্ধ পাচ্ছে সিপিআইএম এবং বিজেপি কর্তৃপক্ষ। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেসের থেকে চাপ দিয়েই এই কাজ করানো হয়েছে সেই নির্যাতিতাকে।