Indian team in the driver’s seat in the Chennai Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টে চালকের আসনে ভারত। প্রথম দিনের শুরুর দু ঘন্টা বাদ দিলে তারপর থেকে খেলা পুরোটাই ছিল ভারতের দখলে। অশ্বিন জাদেজারা দ্বিতীয় দিনের শুরুটা তেমন ভালো না করলেও শেষটায় তাঁর বল হাতে ভালোই কামাল দেখালেন। ৮৬ রানে প্রথম ইনিংসে আউট হন জাদেজা, ১১৩ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৪৯ রানে। ৪ উইকেট নেন বুমরাহ, ২টি করে উইকেট নেন আকাশ দিপ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। উইকেটে ফিরেছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। মেহেদি হাসানের পর বিরাট এলবিডাব্লু আউট হলেও তাঁর ব্যাটে বল লেগেছিল, কিন্তু রিভিউ না নেওয়ায় আউট হন কোহলি। ভারত এগিয়ে রয়েছে ৩০৮ রানে।