A doctor was attacked with a knife in a government hospital in Chennai
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শীর্ষ আদালত দেশজুড়ে চিকিৎসকদের নিরাপত্তা সুরক্ষিত করতে একাধিক নির্দেশও দিয়েছে। এরই মধ্যে মারাত্মক ঘটনা ঘটে গেল চেন্নাইয়ে। এক সরকারি হাসপাতালের মধ্যেই চিকিৎসককে ছুরি দিয়ে আক্রমণ করল রোগীর ছেলে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাঁকে। কলাইনার সেন্টেনারি হাসপাতালের এই ঘটনায় আবারও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। হাসপাতাল সূত্রে খবর, ধৃতর মা ক্যানসার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে ওই ওয়ার্ডেই রোগী দেখছিলেন ডাঃ বালাজি। সেই সময়ই আচমকা সেখানে ঢুকে তাঁর ওপর আক্রমণ করে ভিগনেশ নামের যুবক। পরপর সাতবার ছুরি মারে ডাক্তারকে। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। মারাত্মক ঘটনা ঘটিয়ে ভিগনেশ পালানোর চেষ্টা করেছিল বটে, কিন্তু হাসপাতালের বাকি কর্মীরা তাঁকে ধরে ফেলে এবং পুলিশ ডেকে তাঁদের হাতে তুলে দেয়। পুলিশ জানতে পেরেছে, ওই ডাক্তারের বিরুদ্ধে মাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ করেছিল ভিগনেশ। সেই রাগেই এই ঘটনা ঘটিয়েছে সে। এই ঘটনায় প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আহত চিকিৎসক যাতে উপযুক্ত চিকিৎসা পান তা খতিয়ে দেখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার তদন্ত দ্রুত শেষ করে দোষীর কড়া শাস্তির ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী।