December 14, 2024 3:22 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 3:22 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Cheebar Danotsav: টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Cheebar Danotsav was celebrated at Taliganj Sambodhi Buddha Vihar

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুন্যের আশায় প্রতিবছর বৌদ্ধ ভিক্ষুদের ত্রি চীবর বা চার খন্ডের পরিধেয় বস্ত্র দান করেন। সাধারণত আষাড়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া বর্ষাবাস ব্রতের মাধ্যমে এই পোশাক বৌদ্ধ ভিক্ষুদের দেওয়ার বিধান রয়েছে। যে গৈরিক বস্ত্র তৈরি করা হয় বিশেষভাবে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে তুলো থেকে সূতা তৈরী করে, সততা থেকে কাপড় বুনে, গৈরিক রং করে নানা আচার অনুষ্ঠান ও ধর্মীয় নিয়ম কানুন মেনে বৌদ্ধ ভিক্ষুদের দান দেয়া হয়।

টালিগঞ্জের মুর এভিনিউ বৌদ্ধ সমিতির উদ্যোগে এ বছর ১৬ তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হলো টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে। দেশ-বিদেশ থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা এই অনুষ্ঠানে অংশ নেন। ভক্তরা শ্রদ্ধা ভরে বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে এই ত্রি চীবর তুলে দেন।

সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয়। এছাড়া সংখ্যালঘুদের উন্নয়নে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং ফিন্যান্স কর্পোরেশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন।

সাধারণ মানুষের মঙ্গল কামনায় বৌদ্ধ সন্ন্যাসীরা এলাকায় পদযাত্রা করেন।পদযাত্রায় নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পরিচালক ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু। তিনি বলেন, বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দেখানো পথ খুবই প্রাসঙ্গিক। সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংঘরাজ রতনজ্যোতি মহাথের, দিকপাল মহাথের, সপত্নী ব্রিটিশ হাই কমিশনার এন্ড্রো ফ্লেমিং সহ প্রায় এক হাজার ভক্ত মণ্ডলী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top