Champions Trophy may move from Pakistan
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফি সরে যেতে পারে পাকিস্তান থেকে। আইসিসির তরফে নাকি অন্য ভেনুও ঠিক করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এক দৈনিক সংবাদমাধ্যম সুত্রে খবর, ভারতীয় দল পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আগেই খেলতে যাবে না বলে জানিয়েছে। ওডিআই বিশ্বকাপের রানার্স আপ দল, টি২০ বিশ্বচ্যাম্পিয়ন দল খেলতে না গেলে সেটা খুব একটা ভালো বিজ্ঞাপন হবে না। তাই আইসিসির তরফে বিকল্প ভেনু হিসেবে দঃ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং আরব আমিরশাহির সঙ্গে কথা বলা হচ্ছে। পাকিস্তানকে আয়োজক দেশের তকমা দিয়ে হাইব্রিড মডেলে ভারতের সব ম্যাচ বিদেশে দেওয়া হতে পারে। আবার গোটা প্রতিযোগিতাই সরিয়ে দেওয়া হতে পারে পাকিস্তান থেকে। ইতিমধ্যেই তাঁর জন্য বাজেট ঠিক করা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।