The sports schedule of the Champions League quarter finals has been published
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:- প্রকাশিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের ক্রীড়া সূচি। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ড্র হয়ে গেল শেষ আটের। জমজমাট লড়াই দেখা যাবে শেষেতে, কারণ বেশ কয়েকটি প্রাক্তন চ্যাম্পিয়ন দলই ছিটকে যাবে কোয়ার্টার থেকে। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। তৃতীয় কোয়ার্টার ফাইনালে সম্মুখ সমরে প্যারিস সেন্ট জারমেইন ও বার্সেলোনা। শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাতলেতিকো মাদ্রিদ। এপ্রিলের ৯ ও ১০ তারিখ হবে প্রথম লেগের খেলা। পরের সপ্তাহে মঙ্গল ও বুধবার হবে দ্বিতীয় লেগের খেলায়।