Pilot launch of Central Referral System.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবির মধ্য একটি দাবি মেনে নিয়ে পরীক্ষামূলকভাবে তা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন সেন্ট্রাল রেফারেল সিস্টেমের পরীক্ষামুলক সূচনা হল। সোনারপুর গ্রামিণ হাসপাতাল থেকে কলকাতার টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে ট্রানসফার করা হল এক রোগীকে কেন্দ্রীয় রেফারাল সিস্টেমের মাধ্যমে। শুরু থেকেই জুনিয়র চিকিৎসকরা দাবি করে আসছিলেন, যাতে এই সিস্টেম দ্রুত চালু করা হয়। সেক্ষেত্রে রোগী পরিষেবায় সুবিধা হবে। এই পদ্ধতিতে কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে প্রত্যেক হাসপাতালেই মোনিটরে জানা যাবে। ফলে ডাক্তারদেরও সুবিধা হবে রেফার করতে, তেমন রোগীর পরিবারও বুঝতে পারবেন কোথায় বেড রয়েছে।