DVC released the water after informing the state, the Center said
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন ডিভিসি না জানিয়ে জল ছাড়ে,এই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে। ডিভিসিতে রাজ্যের প্রতিনিধি রয়েছেন, ফলে জল ছাড়ার তথ্য তাঁর কাছে ছিল বলেই দাবি করেছেন কেন্দ্রীয় সরকার।
এর আগে ডিভিসির জল ছাড়া নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি তাঁর অভিযোগ, ডিভিসির জন্য আজ দক্ষিণ বঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হল, এটা ম্যান মেড ডিজাস্টার। আগেই পূর্ব মেদিনির, পশ্চিম মেদিনিপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালসহ বেশ কয়েকটি জায়গায় পরিদর্শন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানিয়েছিলেন, ডিভিসিকে তিনি অনুরোধ করেছেন যেন আসতে আসতে জল ছাড়া হয়, নাহলে মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠবে বন্যা পরিস্থিতিতে। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি, ডিভিসি প্রায় সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়াতে বিপর্যস্ত অবস্থা হয়, আর তাতেই ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী এবার চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে।