November 6, 2024 9:57 am

২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 6, 2024 9:57 am

২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Celebrity Cricket League:রবীন্দ্র সরোবর লেক এলাকায় ক্রিকেট লিগের আয়োজন করা যাবে না, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The Calcutta High Court ordered the closure of the cricket league in the Rabindra Sarovar Lake area

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সমাজের অবহেলিত শ্রেণীর ছেলেমেয়েদের ক্রিকেট কোচিং দেওয়ার নামে রবীন্দ্র সরোবরের জমি বেসরকারি সংস্থার হাতে! রিপোর্ট তলব হাইকোর্টের কলকাতা।

সমাজের অবহেলিত শ্রেণীর ছেলেমেয়েদের ক্রিকেট কোচিং দেওয়ার নামে রবীন্দ্র সরোবরের প্রায় ৯৩ কাটা জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ। ঐ সংস্থা ইতিমধ্যে রবীন্দ্র সরোবরের জমি খুঁড়ে ক্রিকেটের পিচ বানাতে শুরু করেছে। এর জন্য কাটা হচ্ছে গাছ বলেও অভিযোগ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের বক্তব্য আপাতত ২৫ জুলাই পর্যন্ত সরোবরের জমিতে কিছু করা চলবেনা।রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি।

সবুজ মঞ্চ নামে একটি বেসরকারি সংগঠন মামলা করেছে হাইকোর্টে।তাদের বক্তব্য, ক্যালকাটা এনটারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন কোম্পানিকে দেওয়া হয়েছে সরোবরের জমি। গাছ কেটে ক্রিকেটের পিচ বানানো শুরু হয়েছে সেখানে। আসলে ৯৩ কাটা জমিতে সেলেব্রিটি ক্রিকেট প্র‍্যাকটিশের জন্য ব্যাবহার করাহবে।এই কোম্পানির সাথে যুক্ত রয়েছেন টলিউডের একজন নামকরা সেলেব্রিটি।

উল্লেখ্য রবীন্দ্র সরোবরের জমি বেআইনি হস্তান্তর বরদাস্ত নয়, এই দাবিকে সামনে রেখে রবীন্দ্রসরোবরের সামনে থেকে সই সংগ্রহ করেছেন পরিবেশপ্রেমিরা। যারা প্রতিদিন প্রাতঃভ্রমণে আসেন তাদের থেকে সই সংগ্রহ করা হয় । সাধারণ মানুষের বক্তব্য, রবীন্দ্র সরোবরের স্টেডিয়াম আছে সেই স্টেডিয়াম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। পরিবেশ আদালত বলেছিল স্টেডিয়ামে রাতে বড় আলো জ্বালিয়ে খেলা যাবে না, কারণ সরবরে থাকা পাখিদের ক্ষতি হচ্ছিল। কোন অজুহাতেই রবীন্দ্র সরোবরের সবুজায়ন ধ্বংস করা যাবে না দাবি তুলেছেন পরিবেশ প্রেমিরা।

রাজ্যের এজির বক্তব্য, কোনো গাছ কাটা হচ্ছে না।শুধুমাত্র বাচ্চাদের ক্রিকেটের কোচিং দেওয়ার জন্য একজনকে দেওয়া হয়েছে। ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের বক্তব্য, “এই ভাবে সরকারি জমি যাকে খুশি দেওয়া যায়না।তাহলে তো ময়দানের মত ফাঁকা জায়গা ও দিয়ে দিতে হয়!আগে রাজ্যের রিপোর্ট দেখি তারপর এই নিয়ে আদালত যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।”

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top