December 14, 2024 3:06 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 3:06 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

CBSE Board: ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি শুরু

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

CBSE Class 10th Board Exam 15 February 2025, Class XII Board Exam 17th February 2025

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিবিএসই দশম ও শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে। সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি। বুধবার সরকারিভাবে সিবিএসই-র পক্ষ থেকে ডেট শিট প্রকাশ করা হয়েছে। সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in-এ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।অনলাইনে পরীক্ষার বিষয়ে সবকিছু জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা। সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথম দিন ইংরাজি পরীক্ষা হবে। সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার প্রথম দিন শারীরশিক্ষা পরীক্ষা হবে। সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা:- সিবিএসই-র পক্ষ থেকে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে চলা পড়ুয়াদের জন্য বিষয়ভিত্তিক বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। সাবজেক্ট কোডস, ক্লাস স্পেসিফিকেশনস, থিওরি ও প্র্যাকটিক্যালের জন্য সর্বাধিক মার্কস, প্রোজেক্ট ওয়ার্ক, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অ্যানসার বুকলেটের ফর্ম্যাটের বিষয়ে যাবতীয় তথ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্কুলগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষায় যাতে কোনওরকম সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার জন্য সব নির্দেশিকা মেনে চলতে হবে। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার্থীরা অ্যাকাডেমিক ওয়েবসাইট cbseacademic.nic.in থেকে নমুনা প্রশ্নপত্র পেতে পারেন। পরীক্ষার্থীরা যাতে প্রশ্নের সাম্প্রতিক ধরন, মার্কিং স্কিমস, পরীক্ষার ধরনের বিষয়ে যাবতীয় তথ্য পেতে পারেন এবং বোর্ডের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে।

পরীক্ষার সূচির ধরনে বদল:- সিবিএসই-র২০২৫ সালে বোর্ড পরীক্ষার সূচিতে বদল এনেছে সিবিএসই। এবার পরীক্ষার শুরুতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রাখা হয়েছে। পরীক্ষার মাঝে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভাগ করে রাখা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে প্রস্তুতির জন্য বেশি সময় পান, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top