CBI investigation is ordered under the supervision of the High Court in the RG Kar case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর-কাণ্ডে সিবিআই তদন্তেরই নির্দেশ দিয়ে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন।
একই সঙ্গে হাই কোর্ট জানায়, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে আগামীকাল সকাল ১০টার মধ্যে। শুধু তা-ই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তা-ও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। তিন সপ্তাহের পর মামলার শুনানি।পরবর্তী শুনানিতে সিবিআই প্রথম রিপোর্ট জমা দেবে।। মৃতের পরিবারকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
আর জি কর হাসপাতালে চিকিৎসকদের কাছে আদালতের আবেদন রোগীর পরিষেবায় যাতে কোন সমস্যা না হয় অবশ্যই নজর রাখবেন। রাজ্য সরকারের অধিকারীকরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হোক।
প্রসঙ্গত, জনস্বার্থ মামলায় মূলত তিনটি আবেদন করা হয়েছিল হাইকোর্টে। তার মধ্যে প্রধান হল নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো। আবেদনকারীদের বক্তব্য, সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দেওয়া হোক। যে সংস্থার উপর রাজ্যের প্রভাব থাকবে না। এ ছাড়াও ওই ঘটনায় কে বা কারা জড়িত, অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনার আবেদন জানিয়েছেন মামলাকারীরা। তাঁরা চান, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। সমস্ত সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর আবেদনও জানানো হয়েছে। মামলাকারীদের বক্তব্য, হাসপাতালের প্রতিটি তলার মূল প্রবেশপথে যাতে সিসিটিভি থাকে, তা নিশ্চিত করা হোক।