On Thursday, the CBI delegation went to the family members of the deceased doctor at their house.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তদন্তভার হাতে নিয়েই কাজ শুরু করে দিল সিবিআই। হাইকোর্ট মঙ্গলবার নির্দেশ দেয় আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলার তদন্ত করবে সিবিআই। এরপর বৃহস্পতিবারই মৃত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তাঁদের বাড়িতে গেল সিবিআইয়ের প্রতিনিধি দল। এছাড়াও গত বৃহস্পতিবার যারা আরজি করে কর্তব্যরত ছিলেন ঘটনার সময়, তাঁদেরকেও ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তিনজন সিবিআই আধিকারিকরা তদন্তের স্বার্থে তলব করেছেন। এছাড়াও বুধবার রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনার পর সেমিনার রুমে প্রমাণ লোপাটের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ক্রাইম সিনের জায়গায় যাতে কোনও প্রমাণ সরানো না যায়, সেই কারণে সেনা মোতায়েনের কথাও ভাবছে সিবিআই।