CBI faced reprimand in the Supreme Court in the vote change violence case.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট পরিবর্তি হিংসা মামলা রাজ্যের বাইরে সরাতে চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। বারবারই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয় সিবিআইয়ের সাকসেশ রেট একদমই কম, ফলে একদম ভরসাযোগ্য নয় এই তদন্তকারি সংস্থা। যদিও সিবিআইয়ের হাতেই রয়েছে রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলা। সেই মামলার শুনানিতেই দেশের শীর্ষ আদালতে এদিন সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল যাতে এরাজ্য থেকে মামলা সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপরই তিরষ্কৃত হয় সিবিআই। রাজ্যের নাম এভাবে কলুষিত করা উচিত নয় এবং তা অবমাননা কর বলেই জানিয়ে দেল শীর্ষ আদালত। যদিও এখনই এই মামলা খারিজ করেনি দেশের শীর্ষ আদালত।