Carles Cuadrat left East Bengal, Bino George in charge for now
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। শেষ কয়েকদিন ধরে বারবারই তাঁকে শুনতে হচ্ছিল গো ব্যাক স্লোগান। বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর এফসি গোয়ার বিপক্ষেও হেরে যায় ইস্টবেঙ্গল। এরপরই তাঁর দল ছাড়ার জল্পনা আরও জোরালো হয়। এরই মধ্যে সোমবার তাঁর সঙ্গে কর্তারা বৈঠকে বসেছিলেন। সেখানেই কার্লেস কুয়াদ্রাত সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। আপাতত স্পেনে ফিরে যাবে ইস্টবেঙ্গলকে এক দশক পর সর্বভারতীয় ট্রফি দেওয়া এই হাইপ্রোফাইল কোচ। ইস্টবেঙ্গলের অবশ্য কোচ বদলে ভাগ্য ফিরবে কিনা, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছ। কারণ দলের মুল সমস্যা ফিটনেসের। সেই কারণেই রাইট ব্যাকে সৌভিককে, আবার মিডফিল্ডে হেক্টরকে খেলাতে হয়েছিল। আপাতত দলের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ।