Protest at Canning Hospital over alleged patient death due to medical negligence
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সাগর দত্ত হাসপাতালে ফের চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন মৃতের পরিজনেরা।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম ভুবন মণ্ডল। তাঁর পরিবারের দাবি, রবিবার বিকেলে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকেরা কোনও রকমে চিকিৎসা করেছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, ভুবনের কিছুই হয়নি।
তবে, ভুবনের স্ত্রীর দাবি, তাঁর স্বামীর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। অক্সিজেনের প্রয়োজন ছিল। হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার জন্য তিনি অনুরোধও করেছিলেন। কিন্তু তাঁরা সে কথায় কর্ণপাত করেননি। তাই ওই অবস্থাতেই বাধ্য হয়ে ভুবনকে বাড়ি নিয়ে যান। সোমবার ভোরে আবার অসুস্থ হয়ে পড়েন ভুবন। পরিবারের লোকজন তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভুবনকে মৃত ঘোষণা করেন।