Hemant’s former close friend Champai was nominated by the BJP
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের আগেই চমক দেখাল ভারতীয় জনতা পার্টি। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দীর্ধদিনের সহযোগী চম্পাই সোরেনকে বিজেপির টিকিট দেওয়া হল। এছাড়াও তাঁর নিকট আত্মিয়কেও টিকিট দিল বিজেপি। ফলে হেমন্ত সোরেনের দলের কাছে কাজটা একটু হলেও কঠিন হল। চলতি বছরের অগাস্ট মাসেই ঝাড়খন্ড মুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন চম্পাই। এক সময় হেমন্তের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত চম্পাই সোরেনই দলের মুল মুখ হয়ে উঠেছিলেন, যখন হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এরপরই হেমন্ত জেল থেকে ছাড়া পেতে কোনঠাসা হয়ে পড়েন চম্পাই। এবার তিনিই লড়বেন নিজের পুরনো দলের বিরুদ্ধে।