Attack on the temple in Canada! Strong condemnation of India
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কানাডার মন্দিরে হামলার ঘটনায় কড়া বার্তা দিল ভারত। ঘটনাকে যে মোটেই ভালো চোখে দেখা হচ্ছে না তাও বুঝিয়ে দেওয়া হল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মন্দিরে হামলার ভিডিও। এমনকি ভক্তদেরও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড়।প্রশ্নের মুখে কানাডায় হিন্দু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা। ঘটনার সন্মগে জড়িত খালিস্তানি সমর্থকরা। এই অবস্থায় কানাডার ভারতীয় হাই কমিশনের তরফে কড়া একটি বিবৃতি জারি করা হয়েছে।কমিশনের দাবি, কানাডার ব্রাম্পটনে হিন্দু মহাসভা মন্দিরে হামলার ঘটনা খুবই নিন্দাজনক। এমনকি মন্দিরের বাইরে ভারত বিরোধী কার্যকলাপ নজরে এসেছে। যা খুবই উদ্বেগজনক বলে বিবৃতিতে উল্লেখ ভারতীয় হাই কমিশনের। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতির কথা ভেবে কানাডাকে আগেই নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হয়। এই ঘটনার পর আরও একবার নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।পাশাপাশি কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই অবস্থায় কানাডার বুকে খালিস্তানি বাড়বাড়ন্ত রুখতে জাস্টিন ট্রুডো সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সবার। বিদেশমন্ত্রকের তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানা যাচ্ছে।