By-elections in six constituencies of 5 districts of Bengal. Voting for the first phase of the Jharkhand Assembly elections.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আজ বাংলার ৫ জেলার ছয় আসনে উপনির্বাচন। কড়া নিরাপত্তাবেষ্টনীতে শুরু ভোটগ্রহণ। যে কোনওরকম অশান্তি রুখতে পুলিশ ও বাহিনীর পাহারায় মুড়ে ফেলা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রগুলি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কমিশনও।
গোটা দেশের ১০টি রাজ্যের ২৫ টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। ঝাড়খণ্ডে বিধানসভা আসন ৮১। প্রথম দফায় আজ ভোট গ্রহণ হচ্ছে ৪৩ টি আসনে। ছত্তিশগড়, মেঘালয়, গুজরাট কেরলে ১টি করে আসনে ভোট গ্রহণ। কর্নাটক ৩ আসন,বিহার ৪, অসম ৫, রাজস্থান ৭।
অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। মোট ৮১ আসনের মধ্যে প্রথম দফায় ৪৩ আসনে ভোট নেওয়া হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮৩ জন প্রার্থী। এর মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন ছাড়াও রয়েছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী— মধু কোড়ার স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোড়া এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা। বিজেপির আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ২০ নভেম্বর। গণনা ২৩ নভেম্বর।