By-elections in 6 assembly constituencies of 5 districts of the West Bengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আজ রাজ্যের ৫ টি জেলার ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রায় দেড় হাজারের বেশি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
নৈহাটি ১৩ কোম্পানি
নিহাড়োয়া ১৮ কোম্পানি
সিতাই ১৮ কোম্পানিমাদারিহাট ১৮ কোম্পানি
মেদিনীপুর ১৯ কোম্পানি
তালডাংরা ২২ কোম্পানি
রাজ্যে ১৫৮৩ টি বুথে চলছে ভোট গ্রহণ।প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে ওয়েব কাস্টিং এর নজরদারি।
যে ছয় বিধানসভায় আজ ভোট, তার মধ্যে ২০২১ সালে পাঁচটি আসনেই জিতেছিল তৃণমূল। কেবল মাদারিহাট ছিল পদ্মশিবিরের দখলে। ঘটনাচক্রে, এই ছ’টি আসনে ভোট হচ্ছে কারণ, বিধায়কেরাই লোকসভায় দাঁড়িয়ে জিতে সাংসদ হয়েছেন। তৃণমূলের কাছে যেমন চ্যালেঞ্জ ছয়ে ছক্কা হাঁকানো, তেমন বিজেপির কাছে চ্যালেঞ্জ মাদারিহাট ধরে রাখা।২০২১ সালের বিধানসভা ভোটে মাদারিহাটে ২৯ হাজার ভোটে হেরেছিল তৃণমূল। তবে গত লোকসভায় সেই ব্যবধান অনেকটা কমে যায়। বিজেপি মাদারিহাট থেকে ১১ হাজার ভোটে ‘লিড’ পায়। অর্থাৎ, তিন বছরের মধ্যে ব্যবধান কমে গিয়েছিল প্রায় ১৮ হাজার ভোটের। যাকে ‘ইতিবাচক’ বলেই মনে করছে তৃণমূল। তবে কী হচ্ছে, তা স্পষ্ট হবে ২৩ নভেম্বর।