A tribal nursing student’s throat slit body recovered in Shaktigarh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর ফের বর্ধমানে এক আদিবাসী তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা হাঁসদা (২৫)। তরুণীর বাড়ির কাছেই একটি মাঠে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তরুণীর মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বুধবার ‘মেয়েদের রাত দখল’-এর রাতে, রাত ৮ টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, প্রিয়াঙ্কা শক্তিগড়ের নাদুর ঝাপানতলা আদিবাসী এলাকার বাসিন্দা। তাঁর বাবা সুকান্ত হাঁসদার একটি টেলারিংয়ের দোকান রয়েছে।
প্রিয়াঙ্কা ব্যাঙ্গালুরুতে নার্সিং পড়ছিলেন। তিনি ১২ আগস্ট সোমবার ব্যাঙ্গালুরু থেকে শক্তিগড়ে তাঁর বাড়িতে ফিরেছিলেন। এরপর বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টা নাগাদ তিনি মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যান। বেশ অনেকটা সময় পেরিয়ে গেলেও তরুণী বাড়ি ফিরে না আসায় তাঁর খোঁজ শুরু হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর অন্ধকার মাঠে তরুণীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তদন্তটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।