The budget session begins on Monday, before which the all-party meeting is held on Sunday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু লোকসভার বাজেট অধিবেশন। মঙ্গলবার রয়েছে কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট। তার আগে রবিবার ছিল সর্বদলীয় বৈঠক। সেখানেই উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কিরেন রিজেজু। তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি সেই বৈঠকে উপস্থিত না হলেও দেশের অন্যান্য বিরোধী দলগুলি প্রতিনিধি পাঠিয়ে ছিল। কংগ্রেসের তরফ থেকে হাজির ছিলেন জয়রাম রমেশ। ছিলেন আম আদমি পার্টির সঞ্জয় সিং, এসপির রামগোপাল বর্মারাও। সেখানে বিরোধীদের উদ্দেশ্যে রাজনাথ সিং অনুরোধ করেন, সংসদ চলাকালীন যাতে কারোর বক্তব্য পেশের সময় বাধা দেওয়া না হয়, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যাতে হইহট্টগোল করা না হয়। সেক্ষেত্রে সংসদীয় গণতন্ত্রের জন্য তা ভালো দিক নয়, বলে জানান রাজনাথ সিং। প্রধানমন্ত্রী ভাষণের সময় তাঁর কথা শোনার আহ্বান জানিয়েছেন রাজনাথ সিং।