On the occasion of 2568th Buddha Purnima, Buddhist monks gave a message of world peace on Buddha Purnima
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে অহিংসা মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিয়েছিলেন যে মানুষটি কলকাতায় সেই জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বিশ্ব শান্তির বার্তা দিলেন দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা।
২৫৬৮ তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে আজ বুদ্ধ পুর্নিমা উপলক্ষে আয়োজন করা হয় ২৫৬৮ তম আন্তর্জাতিক বিশাক ডে ও বিশ্ব শান্তি সম্মেলন। সেখানে ভারত ছাড়াও তিব্বত, চীন, মায়ানমার, শ্রীলংকা, ভিয়েতনাম ও অন্যান্য দেশ থেকে বুদ্ধ ভিক্ষুরা এসেছিলেন। সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। এই অনুষ্ঠানে কয়েকশ মানুষ অংশ নেন।
সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে যে অশান্তি ও অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে এবং বিশ্ব শান্তি রক্ষায় গৌতম বুদ্ধের দেখানো পথে আমাদের এগিয়ে চলতে হবে।