Virat Kohli and the rest of the Indian squad reach Australia
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর সিরিজ খেলতে সবার আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেন বিরাট কোহলি। সেখানে ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার আগে গেছিলেন বটে, তবে তাঁরা কেউই সরাসরি ভারত থেকে বর্ডার গাভাসকর ট্রফি খেলতে যাননি। বরং ভারতীয় এ দলের হয়ে খেলার সুবাদে লোকেশ রাহুল, ধ্রুব জুরেলরা আগে থেকেই অস্ট্রেলিয়ায় ছিলেন। কিন্তু যে আসল স্কোয়াড অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে, সেই দলের মধ্যে বিরাট কোহলিই প্রথম সেদেশে পৌঁছে গেল। মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু হওয়ার কথা টিম ইন্ডিয়ার এই তারকার। এদিকে রবীন্দ্র জাদেজাসহ ভারতীয় স্কোয়াডের বাকি সদস্যরাও রওনা দিয়েছে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে এই সিরিজ খেলরা জন্য।