Sunil Shetty’s son Ahan Shetty joined the cast of ‘Border 2’.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ‘বর্ডার ২’ ছবির কাস্টে যোগ দিলেন সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি। বৃহস্পতিবার এমনই ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফে।একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা করা হয়েছে। সেখানে কালজয়ী ‘বর্ডার’ ছবিতে সুনীল শেট্টির বেশ কিছু মুহূর্তের কোলাজ দেখা যায়। বর্ডার সিকিউরিটি ফোর্স অফিসার ভৈরৌঁ সিংহের চরিত্রে তাঁকে দেখা যায়।এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন অহন। এবার তাঁর কাঁধে বড় দায়িত্ব। যে ছবির প্রথম ভাগ এমন বিপুল সাফল্য লাভ করে তার দ্বিতীয় ভাগ এমনিতেই দর্শকের নজরে থাকে বেশি, তার ওপর সেখানে তাঁর বাবার এমন দারুণ কাজ।নিজের পোস্টের ক্যাপশনে অহন লেখেন, ‘মজার বিষয়, জীবন কীভাবে কাজ করে – ‘বর্ডার’ ছবির সঙ্গে আমার সফর শুরু হয় ২৯ বছর আগে যখন আমাকে নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় মা সেটে যেতেন বাবার সঙ্গে দেখা করতে।’১৯৯৭ সালের ক্লাসিক ‘বর্ডার’ ছবির বহু প্রতীক্ষিত সিক্যুয়েল তৈরি হবে অনুরাগ সিংহের পরিচালনায়। সেখানেই সুনীলের উত্তরসূরী হয়ে কাজ করবেন অহন।