Having sex with a minor wife with her consent is rape, Bombay High Court ruled
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক তাঁর অনুমতি সাপেক্ষ হলেও সেটা ধর্ষণ। বিবাহিত হলেও ১৮ বছরের কম বয়সিকে নাবালিকা হিসাবেই গণ্য করে আইন। তাই তার অনুমতি থাকলেও যৌন সম্পর্ক ধর্ষণের শামিল।তাৎপর্যপূর্ণ রায় দিল বম্বে হাই কোর্ট।
স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি তুলেছিলেন মহারাষ্ট্রের ওয়ার্ধার এক তরুণী। তাঁর অভিযোগ, ওয়ার্ধাতে অভিযুক্ত যুবক তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। কিন্তু প্রথমে তাতে রাজি হননি ওই তরুণী। পরে কাজের সূত্রে ওই তরুণীকে পাশের শহরে যেতে হয়। ওই যুবকও তাঁর পিছু নেয়। পাশের শহরে গিয়ে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, প্রেমের সম্পর্ক তৈরি হয়। একদিন নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে প্রতিবেশীদের সাক্ষী রেখে সামাজিক মতে বিয়ে করে ওই যুবক। দুজনের মধ্যে স্বাভাবিক নিয়মেই যৌন সম্পর্কও তৈরি হয়। ঘটনাচক্রে তখনও ওই তরুণী নাবালিকা ছিলেন।কিছুদিন বাদেই ওই যুবকের ব্যবহারে বদল আসে। অভিযোগ, স্ত্রীর উপর অত্যাচার শুরু করেন তিনি। যুবকের বাড়ি ছাড়েন নির্যাতিতা তরুণী। ধর্ষণের মামলা দায়ের করেন তথাকথিত স্বামীর বিরুদ্ধে। সেই মামলায় নিম্ন আদালত ওই যুবককে ১০ বছরের জেলের নির্দেশ দেয়। বম্বে হাই কোর্টও সেই রায় বহাল রাখল।