Security has been beefed up in Delhi’s North Block. An email received a bomb threat at the administration building, so security has been beefed up there.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লির নর্থ ব্লকে জোরালো করা হল নিরাপত্তা। ইমেলে প্রশাসনিক ভবনে বোমাতঙ্কের হুমকি আসে, এরপরই নিরাপত্তা বাড়ানো হয় সেখানে। নরেন্দ্র মোদীর সরকারের প্রশাসনিক ভবন নর্থ ব্লক, সেখানে এমন হুমকি আসতে স্বভাবতই হইচই রড়ে গিয়েছে। সূত্রের খবর, দিল্লির নর্থ ব্লকের পুলিশ কন্ট্রোল রুমে একটি উড়ো ইমেল আসে, যেখানে হুমকি দেওয়া হয় নর্থ ব্লক নিয়ে। এরপর সেখানে তল্লাশি শুরু করা হয়। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেনি, অর্থাৎ ঘটনায় দায় স্বীকার করেনি। এমন সেখানেও সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। তবে এই প্রথম নয়, এর আগেও দিল্লির বেশ কয়েকটি স্কুর ও গুরুত্বপূর্ণ স্থানকে কেন্দ্র করে এমন হুমকি মেল এসেছিল, ফলে বিষয়টি বেশ গুরুত্ব সহকারেই দেখছে স্বরাষ্ট্রমন্ত্রক।