Blast at Jodhpur Park Cafe, Worker seriously injured
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দক্ষিন কলকাতার যোধপুর পার্কে বিস্ফোরণ। ক্যাফেতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ক্যাফের এক কর্মী। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, বুধবার ঘড়ির কাঁটায় পৌনে ১২ টা নাগাদ ঘটে দুর্ঘটনা। আচমকা বিকট শব্দ শুনতে পান ওই ক্যাফে সংলগ্ন এলাকার বাসিন্দারা। সকলেই চমকে ওঠেন। এর পরই দেখতে পান, দাউ দাউ করে জ্বলছে ক্যাফের একাংশ। দোকানের শাটার ছিটকে পড়েছে বেশ কিছুটা দূরে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি একাধিক ইঞ্জিন পৌঁছয়। দেখা যায়, আগুনে দগ্ধ ক্যাফের রাঁধুনী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ক্যাফে থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে গ্যাস সিলিন্ডার। তাই কী থেকে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সির।