Home Minister Amit Shah released the manifesto in Mumbai on Sunday.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্ব আলাদা করে ইস্তাহার ঘোষণা করল রবিবার। তাতে আগামী পাঁচ বছরে রাজ্যে ২৫ লাখ চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম শিবির। রাজ্যের সামগ্রিক আর্থিক উন্নতির কথা বলতে গিয়ে অলিম্পিকের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। ঘোষণাপত্রে পদ্ম শিবির বলেছে, ২০৩৬-এ ভারত অলিম্পিকের আয়োজন করলে তার অনেকটা সুবিধা মহারাষ্ট্র পাবে।রবিবার সকালে মুম্বইয়ে ইস্তাহার প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ, বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত বাওয়ানকুলে প্রমুখ।
বিজেপির ইস্তেহারপত্রে মূলত কৃষক, মহিলা ও যুবসম্প্রদায়ের ভোটকে টার্গেট করে তাদের জন্য ঢালাও উপহার ঘোষণা করেছে বিজেপি। ইস্তেহারপত্রের শুরুতেই কৃষকদের ঋণ মুকুবের ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। মহিলাদের জন্য প্রতি মাসে ২,১০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বার্ধক্য ভাতা মাসে ১৫০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ২১০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে, এছাড়া মহারাষ্ট্রের ২৫ লক্ষ যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারপত্রে। এর পাশাপাশি ইস্তেহারে বিজেপি দাবি করেছে, ক্ষমতায় এলে ২০২৮ সালের মধ্যে মহারাষ্ট্রকে এক ট্রিলিয়ন অর্থনীতির রাজ্য হিসেবে গড়ে তুলবে তারা।