State BJP is changing. Sukant Majumdar is going to be the Union Minister of State.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বদল হচ্ছে রাজ্য বিজেপিতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে চলেছেন সুকান্ত মজুমদার। তিনি ২০২১ সালে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু তারপর থেকে দলের পারফরমেন্স মোটেই ভালো নয় তাঁর। এই আবহেই এবার তাঁকে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে বিজেপির নিয়ম অনুযায়ী তিনি আর রাজ্য বিজেপির সভাপতি পদে বসতে পারবেন না। সেক্ষেত্রে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। বিজেপি রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষ, এরাজ্যে পদ্ম শিবিরকে সর্বোচ্চ সাফল্যে নিয়ে গেছিলেন। কিন্তু এবারের লোকসভা ভোটের আগে তাঁকেই নিজের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এরপর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে গিয়ে হেরে যান দিলীপবাবু। এই আবহেই পুরনো আরএসএস কর্মিরাও বিজেপির ওপর চটে রয়েছেন, দিলীপ ঘোষ হেরে যাওয়ায়। ফলে আদি বিজেপি, আরএসএসের সঙ্গে ভারসাম্য রাখতেই নতুন কাউকে ভেবে চিন্তে এই পদে আনতে চলেছে বঙ্গ বিজেপি।