BJP members campaign is also going on in marriage houses.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিয়ে বাড়িতেও বিজেপির সদস্য অভিযান চলছে। হ্যা ঠিকই শুনছেন। এমনই কাণ্ড ঘটল খাস কলকাতার বুকে। স্বইচ্ছায় বিজেপিতে যোগ দিলেন কন্যা। সম্প্রতি সমিক ভট্টাচার্য গেছিলেন কামারহাটি এলাকার এক দীর্ঘদিনের পরিচতর বাড়িতে। গিয়ে নববধুর হাতে উপহার তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য সভার সাংসদ তথা বিজেপির সদস্য সংগ্রহের মুল মুখ সমিক ভট্টাচার্যকে সেই বধু বলেন তিনি বিজেপির সদস্যপদ গ্রহণ করে তাঁকেও রিটার্ন গিফট দিতে চান। এরপরই নববধুর পরিবারের লোকজন, তাঁর ফোন এগিয়ে দেন। সেখান থেকে মিসকল দিয়ে বিজেপির সদস্য হয়ে যান সেই মহিলা। সমিকও বিয়েবাড়িতে গিয়ে সদস্য গ্রহণের বিরল ঘটনারই সাক্ষী থাকছেন।