December 14, 2024 2:55 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 2:55 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Bjp leader murdered: ‘শারীরিক সম্পর্ক করতে জোর করায়, ব্লেড দিয়ে পুরুষাঙ্গ চিড়ে দিয়েছি’, বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর বয়ান

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Brutally murdered BJP leader Prithviraj Naskar.Two arrested

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: উস্তিতে নৃশংসভাবে খুন বিজেপি নেতা বছর তেত্রিশের বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্কর। তাঁর খুনের পরই গ্রেফতার এক মহিলা। একই সঙ্গে আটক আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার দাবি, পৃথ্বীরাজ তাঁকে জোর করছিলেন শারীরিক সম্পর্কের জন্য। নিজের সম্ভ্রম রক্ষার জন্যই হাতের কাছে পড়ে থাকা ব্লেড দিয়ে যৌনাঙ্গ চিড়ে দিয়েছিলেন তিনি।এরপর ভাঙা কলাপসিবল টপকে বাইরে বেরিয়ে এসে পালিয়ে যায়।

ধৃত মহিলার জেরায় জানা গেছে, গত ছয় বছর ধরে ওই নেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পড়েছিলেন তিনি। অভিযোগ, ঘটনার দিন মহিলাকে পার্টি অফিসে ডাকেন ওই নেতা। ড্রিঙ্ক করছিল ওই নেতা। তারপর জোর করে শারীরিক সম্পর্ক করতে চাপ দিতে থাকে। করিনি আমি কারণ ও আরও অনেকের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এমনকী অভিযুক্ত মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করতে চান। তারপরও কোনও ভাবে নেতার হাত থেকে বের হতে না পারায় হাতের কাছে পড়ে থাকা একটি ব্লেড দিয়ে ওই নেতার যৌনাঙ্গ চিড়ে দেন।

এ প্রসঙ্গে এসপি বলেন, “আমরা জানতে পেরেছে পৃথ্বীরাজের সঙ্গে একের অধিক মহিলার সম্পর্ক ছিল। আমরা একজনকে গ্রেফতার করেছি। সেই ভদ্রমহিলা নিজের দোষ স্বীকার করেছেন। আর মহিলার বক্তব্যের পাশাপাশি তদন্ত করেও আমাদের হাতে যা তথ্য উঠে এসেছে তাতেও আমরা যথেষ্ঠ মিল পেয়েছি।”

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে উস্তি থানার দ্বীপের মোড়ের কাছে বিজেপির দলীয় কার্যালয়ের ভিতর থেকে পৃথ্বীরাজ নস্করের (৩৩) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। আটপাড়া এলাকায় থাকতেন ওই বিজেপি নেতা। গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে গত ৭ তারিখ সন্ধ্যায় উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top