Former prison minister of the state Biswanath Chowdhury passed away
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন তিনি।
প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দপ্তরের দায়িত্ব ছিলেন। তার মাঝে ১৯৭৭ সালে প্রথমবার বিধায়ক হন। পর পর সাতবার বালুরঘাট থেকে আরএসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে হেরে যান তিনি। তৃণমূলের শংকর চক্রবর্তীর কাছে পরাজিত হন বিশ্বনাথবাবু।
গত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বেশ কয়েকদিন নার্সিংহোমে চিকিৎসা হয় তাঁর। চিকিৎসার খরচ বহন করতে পারছেন না তাঁর পরিবার শুনে প্রাক্তন মন্ত্রীর পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই গত ১৬ জুলাই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মন্ত্রীকে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শনিবার সকালে শেষ জীবনযুদ্ধ।