Tmc workers in Birbhum district fed around 400 villagers in celebration of Anubrata Mandal’s bail.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অনুব্রত মণ্ডলের জামিনের খুশিতে যত চাও তত মাংস খাও! খাসির মাংস দিয়ে জমিয়ে ‘ফিস্ট’ নানুরে।
দীর্ঘ ২ বছর ধরে জেলবন্দি থাকার পর কেষ্টর কারামুক্তি এখন সময়ের অপেক্ষা। সম্ভবত সোমবার তিহাড় জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত। শুক্রবার ব্যক্তিগত ১০ লাখ টাকা বন্ডে গরু পাচার মামলায় ইডির দায়ের করা কেসে দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন পান কেষ্ট। কদিন আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সিবিআই-এর দায়ের করা কেসে।এখন অনুব্রত মণ্ডলের জামিনের খবর জানাজানি হতেই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
জামিনের খুশিতে বীরভূম জেলার তৃণমূল কর্মীরা সবুজ আবির খেলায়, নাচে মেতে ওঠে। মিষ্টি বিতরণ করে। এমনকি বীরভূমের নানুরের থুপসা অঞ্চলের আতকুলা গ্রামে খাসির মাংস দিয়ে ফিস্টের আয়োজন করা হয়। প্রায় ৪০০ জন গ্রামবাসীকে খাওয়ানো হয়। খাবারে ছিল ভাত, খাসির মাংস, আলুর তরকারি, দই ও পাঁপড়। সঙ্গে অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ গান।
গত কয়েকদিন আগে কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের জামিন পাওয়ার খুশিতেও গ্রামবাসীদের মুরগির মাংস-ভাত খাওয়ানো হয়। এবার অনুব্রত মণ্ডলের জামিনের খুশিতে খাসির মাংস-ভাত খাওয়ানো হয় গ্রামবাসীদের।