Bino George’s pep top for footballers ahead of Saturday’s big match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: টানা চার ম্যাচে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল। শনিবার রয়েছে এই মরসুমের প্রথম ডার্বি ম্যাচ। এর আগে ডুরান্ডের ডার্বি হওয়ার কথা ছিল কলকাতায়, কিন্তু অগাস্ট মাসের সেই ডার্বি বাতিল হয়ে গেছিল। এবার শনিবার স্টপগ্যাপ কোচ বিনো জর্জের তত্ত্বাবোধানেই আইএসএলে প্রথম পয়েন্টের লক্ষ্যে মাঠে নামতে চলেছে লালহলুদ শিবির। ইস্টবেঙ্গলের এই দল অতটাও খারাপ নয়, যতটা তাঁদের পয়েন্ট তালিকায় স্থান। সেই কথাটাই দিমি, ক্লেইটনদের বুঝিয়েছেন বিনো। একটা ম্যাচই তাঁদের ঘুরে দাঁড় করাতে পারে, তাই ডার্বি ম্যাচ দিয়েই সমর্থকদের কথা ভেবে কামব্যাক করতে মরিয়া লালহলুদ ফুটবলাররা। হেক্টর য়ুসতে, আনোয়ার আলি, নন্দকুমার, ক্লেইটনরা জানেন এই ম্যাচের আগে। তাই তাঁদের প্রথম একাদশে রেখেই দল সাজাচ্ছেন বিনো।